আমি কি ঘুমের মত কোনোদিন পেয়েছি তোমাকে?
পেয়েছি, ক্লান্ত চোখে
মায়ের হাতের পাতা ঢেকে রাখে শান্তি যেমন?
অন্তহীন পথচলা জেনেও পথিক পায়ে
আঘাতের কথা ভুলে, দেখবার বাসনায়
মুগ্ধ হয়ে থাকে –
তেমন ভাবেও কি দেখেছি কখনো?
আমি জানি আঘাতের উপলক্ষ্য অভিমান
হয় না সহসা ।
যেমন বরফ জমে
নিচে থাকে জলের সহজ,
তেমন তোমার
চোখ ওপরে কঠিন
নীচে অশ্রুর ভার।
আমি জানি প্রতি রাত্রে
কেঁদে ওঠা ছিল এক
পুতুলের খেলার রূপক।
তেমন কেঁদেছি আমি
শুধু গাঢ় ঘুম ছেড়ে
অফিসের কাজ নিয়ে
বসে নি মানুষ কোনো, পাশে।
আমি জানি বিদায়ের
বিপরীত শব্দ থাকে না।
থাকে না তোমার পায়ে
মাথা রাখবার চির ঠাঁই।
অথচ যা কিছু দ্যাখো মাথানত;
সবই জেনো অর্থ দিয়ে কেনা।
যাকিছু উচ্চশির
অহেতুক সন্দেহে করব যাচাই।
ঈশ্বর গোপনে কাঁদে
যেন ভক্তের দল
জানতে পারে না ।
তোমাকে জানার কোনো উপায় ছিল না।
তাই অভিমানগুলি
চেষ্টা করেছি ক্রমে চেনা।
Copyright © Mriganka Sekhar Ganguly