আমার দিকেতে যত কাদা ছুঁড়েছিলে,
আমি তাতে সযত্নে গাছ লাগিয়েছি।
একদিন সেই গাছ এত বড় হবে
তুমিও এসে তার ছায়ায় দাঁড়াবে।
2023-06-28
আমার দিকেতে যত কাদা ছুঁড়েছিলে,
আমি তাতে সযত্নে গাছ লাগিয়েছি।
একদিন সেই গাছ এত বড় হবে
তুমিও এসে তার ছায়ায় দাঁড়াবে।