আত্মবিসর্জন
হঠাৎ কোনো সন্ধ্যায় একটি মৃত্যুর গন্ধে শান্ত হবে পৃথিবী
আমি গোধূলির বুকে শুয়ে রবো
পরিশ্রান্ত পথচারী চাইবে না ফিরে
মৃত্যুরা চলে যায় সময়ের গভীরে
কোনোদিন কেউ সেথা দেখেনি ফিরে
দেখেনি ছায়াপথের দীর্ঘতম রাতে
কেমন অন্ধকার জেগে আছে রাত
এক খন্ড জীবনের আর্তনাদ মহাকাশের পায়ে
দিয়েছে আত্মবিসর্জন
তখন আমি নুয়ে পড়ে আছি।