ঠিক করেছি খুঁজতে খুঁজতে
রোদের যে তারা বুকে লুকিয়ে ডাকে কবি কবি
ডাকহরকরার হাতে পাঠায় রাতের চিঠি
আমি তাকেই খুঁজতে যাব অবেলায়
অবেলা হলেও হোক না কিছু ফুল থাকেই
কিছু পাখিও পথে
কিছু পথিক গথিক কারুকাজ চোখে যেন দিগন্ত খোঁজে
বা বৈশাখে হেমন্ত
কিছু ডালে পাতাদের জীবাশ্ম তাতে লেগে পঞ্চবর্ষীয় প্রেম
কে কাকে খুঁজবে বলে
ছায়া পিছু পিছু মাথা নিচু যত অকেজোর দল
দিকশূন্য কবেকার ক্যানেল আজও খুঁজে পায়নি জল আর নদীটি
দুপুরের ছাদে কাকের ডিম
খুঁজে পায়নি মায়ের ডানা
অথচ এভাবেই কত ভেজা আঁচল মেলা দড়িতে
আহ শিশু কোনদিন পাবে কি খুঁজে পেতে __
2023-05-29