বেশ কয়েকটা বছর হলো
শরীরে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে অসুক বেঁধেছে ঘর।
রক্তনালী গুলো, রক্তের বদলে
পৈসন্স ছড়িয়ে দিচ্ছে বারবার।
বাঁচবার আশা ছিল__
আরো কয়কটা বছর !
তবে যে আর থাকা হবে না
শুনতে পাচ্ছো কি, এই শহর?
এই শহরের অলি- গলিতে কত জীবন গল্প ঘুরে ফিরে,
কিছু গল্প বাধে ঘর, কিছু গল্পের ভাঙ্গে ঘর।
আর কিছু গল্প____,,,
চার দেওয়ালের মাঝের বিছানা থেকে___
নিঃশেষ হয়ে যায়,
এই ইট পাথরের শহরের।
যান্ত্রিক এই শহরের মানুষ গুলো ,
পরিনত হয়েছে মহা যান্ত্রিকে।
তাইতো তারা শুনতে পাইনা ;
চার দেওয়ালের মাঝে পড়ে থাকা
মানুষটার জীবন ত্যাগের আর্তনাদ।
হে মানুষ !
তুই মানুষ হবি কবে???
অসহায় মানুষের পাশে
মানুষ হয়ে দাঁড়াবি কবে???