কবি মাণিক বন্দোপাধ্যায় লিখেছেন___
“শরীর শরীর শরীর__ তোমার কি মন নাই কুসুম”?
আমি বলি, মন থাকলেই !” মন কেমন”?
সবাই বলে মনের সাথে মনের মিলনে নাকি প্রেম হয়।
আমি বলি না, শরীর সাথে শরীরের।
মনের দোহায় দিয়ে সবাই শরীরের প্রেম করে।
শুধু দুটো অক্ষরের শব্দ জালে আটকে রাখার চেষ্টা করে।
বনের বাঘ যেমন নর মাংসের স্বাদ পেলে বারবার চাই,
আমরা মানুষরা তার উল্টা নয়।
নারী কাছে পুরুষের শরীরের গন্ধ , আলোর প্রতিফলনের ন্যায়।
আর পুরুষের কাছে নারীর শরীরের গন্ধ, গন্ধরাজের মত তিব্রতায় ধরে থাকে।
আসলে আপনারা যাকে প্রেম বলেন,
তার ভিতরে যতক্ষন শরীর উপস্থিত থাকে
ততক্ষন সেটি তাঁজা গোলাপ।
আর শরীর হারিয়ে বা কুচকিয়ে গেলে,
সেটি মরা জ্যোৎস্নার প্রকৃতি।
আসলে প্রেম বলে কিছু নেই ,সব শরীর খেলা;
সবাই আমরা চিতা বাঘ,শুধু মানুষ হওয়ার ভান করি।