গত পৌষ কত না রঙিন ছিল
প্রতিটা দিনই ছিল, এক একটি শত রং এর ক্যানভাস।
কনকনে শীত ভোরটা শুরু হতো
তোমার পাড়ার চায়ের দোকানের বিশ্রী চায়ে চুমুক দিয়ে।
তবে ভালো লাগতে , তুমি ছিলে বলে
ঝুলন্তো বেলকুনিতে এসে দাঁড়াতে বলে।
তারপর ফোনের উপার থেকে যখন বলতে
এখনো ঘুমথেকে উঠনি;
আমি ভাঙ্গা কন্ঠে বলতাম, না ; প্রচন্ড শীত।
আসলে তো আমি তোমায় দেখতাম, পরিণীতা!!
তুমিই ছিলে আমার ভোর
এটাই ছিল আমার ভালোবাসা।
তুমিই ছিলে আমার প্রথম আলো
প্রতিটি ক্যানভাসের শত রং।
তবে এই পৌষে পরিণীতা তুমি
অঞ্জন দত্তর বেলা বোস ।
2020-12-06