কি সম্পর্কে বাঁধল আমায় !
দ্বিগ বিজয়ী ভাষ্যকার হয়েও
আজ আমি বাক্য হীন ।
পৃথিবীর সকল যুদ্ধ শেষ হবে
তবে, তোমাকে ভালোবাসার এই যুদ্ধো শেষ হবার নায় ।
তোমার অযোধ্যার প্রান্তে যদি জয়ী হতে পারি তাহলে পৃথিবী সেরা যোদ্ধা আমি ।
2020-08-01
কি সম্পর্কে বাঁধল আমায় !
দ্বিগ বিজয়ী ভাষ্যকার হয়েও
আজ আমি বাক্য হীন ।
পৃথিবীর সকল যুদ্ধ শেষ হবে
তবে, তোমাকে ভালোবাসার এই যুদ্ধো শেষ হবার নায় ।
তোমার অযোধ্যার প্রান্তে যদি জয়ী হতে পারি তাহলে পৃথিবী সেরা যোদ্ধা আমি ।