যদি জানতাম তুমি থাকবে না!
কসম করে বলছি!
তোমার মাতার করা হাসির দিকে হৃদয় চক্ষু মেলে দেখতাম না।।।।।
যদি জানতাম তুমি থাকবে না!
প্রতিটা অষ্টপ্রহর গাঁজার ধোঁয়াই মাতাল হতাম,
তোমার স্পর্শ, শরীরে আতর ভেবে মাখতাম না।।।।।
যদি জানতাম তোমার বিচ্ছেদের যন্ত্রণা
আমাকে আরো তোমার প্রতি তিব্র ভালোবাসার সৃষ্টি করবে।
কসম করে বলছি!
তোমার মিথ্যে প্রেমে পোড়তাম না।।।।।