বাংলা কবিতা, মিনতি কবিতা, কবি মোস্তাফিজ - কবিতা অঞ্চল
5/5 - (1 vote)

আমার মনের ভেতরে উঠছে যে ঝড়_
তুমি ছাড়া সে ঝড় থামানোর সাধ্য আছে কার ?
দেহের প্রতিটা স্নায়ু বেঁধেছে এক জোট
তুমি ছাড়া নাকি পূর্ণ নয়, এই দেহপট।

রক্তের কণিকা গুলি সঞ্চালিত না হয়ে_
জমে থাকে হৃদয়ের এক কোনে ।
তুমি বিনা নাকি বইবে না
তারা আমায় বলে ।
তোমার কাছে এইটুকু মিনতি
ভালোবেসে পূর্ণ করো মরে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments