মালিনীকে,
আমি যত বার দেখি, তত বার তাকে
নতুন করে আবিষ্কার করি ।
কি অপূর্ব, অপরূপ, মায়াবী!
শরীরের প্রতিটা ভাজে ভাজে যেন এক একটি চিত্রশিল্পীর শ্রেষ্ঠত্বের ছাপ।
আর সমগ্র বটপী যেন নকশী কাঁথার মাঠ।।
মালিনীর,
ঢেউ খেলানো চুল!
যেন মহাসাগরের বুকে জেগে উঠা এক একটি তুফান।।
যা পরশে হিম হয়ে থাকা রক্তের কনিকারা …..
শরীরের প্রতিটা রন্ধে রন্ধে তিব্র বেগে ছুটে চলে।
মালিনীর
একজোড়া ঠোঁট !
যেন গোলাপি রঙ্গের হাওয়া মিঠাঁই…
ধরতে গেলেই হারিয়ে যাওয়ার সংশয় থেকে যায়।।
তবুও পাগল মন বারবার আদর করে দেয়,
পুনরায় নতুনত্ব আবিষ্কার হয়।
মালিনীর
আদুরি কোলে এক চুম্বনে ঘুমিয়ে পড়ি….
আর এক চুম্বনে আদুরি কোল থেকে জেগে উঠে
নতুনের আবিষ্কার করি।
সে আমার প্রকৃতি।।
সে আমার সম্পদ।।