বাংলা কবিতা, মালশ্রী কবিতা, কবি মোস্তাফিজ - কবিতা অঞ্চল
3.5/5 - (2 votes)

বৃষ্টি তুমি কত দূর থেকে আসো? কোথায় তোমার দেশ?
সে চাইলে আসো, না চাইলে আসো
সখা কে(পৃথিবী) সিক্ত করতে;
আমি জানি_
এটা তোমার ভালোবাসার বহিঃপ্রকাশ।

তুমি যত দূর থেকে আসো , যে দেশ থেকে আসো,
আমার মালশ্রী কে কেন নিয়ে আসো না ?
সে যে অভিমান করেছে বড় ।
তারে আমি কতদিন দেখিনা !
তারে না দেখলে, আমার মাতাল মাতাল লাগে__
নেশা আমি করি না__
নেশা আমায় ধরেছে।
আমি শুধু ভাবি__
আমার কি হবে !
তার ছোঁয়া না পেলে !
হটাৎ মনে হয়,
বুকের ভিতর ব্যাথা জমে আছে এক যুগ ধরে।
মালশ্রী কে না দেখলে,
আমার কন্ঠ হরতাল করে , সুর আসে না
সে তো আমার সংগীতের অন্তর্গত রাগ।

আমার মালশ্রী কে__
পরবর্তী শ্রাবণে নিয়ে এসো
আমি অপেক্ষা করবো বেহালা নিয়ে__
সুরের মূর্ছনায় ভুবন মাতাতে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments