প্রিয়তমা প্রাক্তন_ ;
তোমার পরনে যে লাল বেনারসি,
ওটা লক্ষ্য টাকা দিয়ে কোন পন্য না।
ওটা আমার শরীরের ধমনী দিয়ে তৈরি আত্নত্যাগের প্রতীক।
কপালে যে লাল টিপ পরেছো
ওটা তোমার সৌন্দর্যের প্রতীক না।
আমার বুক থেকে চোষা তাজা রক্ত
নামিয়ে দেখো,
রক্তে এখনো আত্নহুতির ঘ্রান বের হয়।