পরীণীতা,
অনেক দিন পর দেখলাম তোমায় ।
আগের মত সেই সাদামাটা সুন্দর ভাবটা, পরিলক্ষিত হলো না।
লাবণ্যতা কমে গেছে ।
অনেক সাজুগুজু কর এখন বুঝি?
জানি সাজুগুজু করা মেয়েদের জন্মগত অধিকার।
তবে,
তোমায় অল্প সাজে বেশি ভালো লাগে।
আচ্ছা!
চোখের উপর চশমা উঠালে হটাৎ?
ব্যস্ত শহরের ধুলাবালি আর সূর্যের তাপদাহ থেকে রক্ষার জন্য?
না কি!
আগের সেই মায়া ভরা আঁখি আর নেই।
না কি!
নামি দামী চক্ষু প্রসাধনী নষ্ট হবে তাই?
যে কথাটি বলতে একে বারে ভুলে গেছি;
তুমি আবার কেশগুলো আধুনিকতার নামে এস্টেট করেছো।
এসব করে কেশের সজিবতা নষ্ট করো না।
কাজল কালো ঢেউ খেলানো কেশে তোমায় বেশ মানায়।
তবে, একটা ব্যাপার খুব ভালো লাগলো ।
এখন শাড়ি পরতে শিখেছো!
শাড়ি কি সব সময় পরো???
সবুজ শাড়িতে আর লাল রেশমি চুড়িতে সুন্দর মানায়।