পরিণীতা!
তুমি আর কবে বৃষ্টি সাথে মিশে
নিঝুম ধারায় ঝুমঝুম করে নামবে এই ধরণীর উপরে?
আমি প্রতি বৃষ্টিতে
জানালার গ্রিলে দাঁড়িয়ে
বাহিরে হাত দুটি মেলে ধরি
হাত ভিজে যায় ঠিক
কিন্তু তোমার স্পর্শহীনতা রয়ে যায় বাকি।
আমি খুব একা এখন পরিণীতা।
তোমার নিঃসঙ্গতা প্রতিনিয়ত আমায় পুড়িয়ে মারছে।
তুমিহীন বৃষ্টির ফোঁটা আমার জ্বরের কারণ হচ্ছে।
2021-06-25