গত কয়েকটি বছর ধরে, তোমার আমার সম্পর্কের মাঝে ঘুণ পোকার দল বাসা বেধেছে বড়।
সম্পর্ক টিকে আছে ঠিকই,
তবে সেটি কঁচু পাতার উপর জল ফোঁটার মতো __
এই বুঝি পড়ে নষ্ট হলো সবকিছু।
এবার না হয় সবকিছু থামানো যাক !!
মনের সাথে অসুস্থ প্রতিযোগিতা বন্ধ হয়ে যাক।।
এ জন্মে তো দিলো না একহতে__
পরের জন্মে যখন তুমি ঠিক ষোল হবে!
তখন আমরা এক হবো, আবার প্রেমে পড়বো।
এ জন্মের সকল দূরত্ব, পরের জন্মে শেষ করে
বেহেশতের পবিত্র শরাব পান করে
একে অন্যকে মাতালের মত ভালবাসব।
মনে থাকবে ?
2020-11-26