নিঃসঙ্গতা বুঝো ? কবিতা!
কতটা একা হলে তাকে নিঃসঙ্গতা বলে।
কালি ছাড়া কলম যেমন একা
কলম দানিতে একা এক কোণে পড়ে থাকে
কেউ তাকে ছুঁয়ে দেখে না;
আমি ঠিক তেমনি নিঃঙ্গ।
তুমি ছাড়া আমি ও আমার কবিতার পাতা নিঃসঙ্গ।
তোমার নিঃসঙ্গতা প্রতি নিয়তো
বুকের বিতর পাললিক শিলার সুউচ্চ পাহাড় গড়ছে ।
2021-06-28