বাংলা কবিতা, ত্রি-নয়ন কবিতা, কবি মোস্তাফিজ - কবিতা অঞ্চল
Review This Poem

তোকে খুব মনে পড়ছে আজ।
তোর রেখে যাওয়া পুরোনো স্মৃতি গুলো
ক্ষত বিক্ষত করছে বুকের চার পাশ।
অনেক দিন পর আজ সন্ধ্যায়,
তোর বাসার ঝুলবারান্দায় ,
চোখ পড়লো ।
হটাৎ করে বুকের মাঝে জমে থাকা
পুরোনো স্মৃতি গুলো
চিতা বাঘ হয়ে,
সজরে থাবা বসালো, আমার বুকের জানলায়।

তোকে দেখতে চাইলো মন….
মানিব্যাগটা বের করে
প্রেরণাকে দেখে নিলো আমার ত্রি-নয়ন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments