হে হেমালিনী,
তোমায় একটা কথা বলি
যদি কখনো শুনতে পাও
আমি চার দেওয়ালের মাঝে অবরুদ্ধ আছি
তাহলে একবার হলেও আমায় দেখতে যেও।
তুমি তো জানো আমি তোমারকে অন্যের দেওয়া নামে ডাকি না
কারন তুমি আমার কাছে কোন শূন্য নও।
তুমি আমার কাছে হেমন্তের হাওয়া।
অবরুদ্ধ থাকলেও যেন বুক ভরে নিশ্বাস নিতে পারি।
2021-06-25