4/5 - (1 vote)

মালতি_
এক বৃষ্টি ঝরা বিকেলে ,          
এক মুঠো প্রেম দিবে?
খুব ইচ্ছে করে তোমার দেওয়া প্রেম টুকু         
বৃষ্টির সাথে মিশিয়ে দিয়ে ,
মরুভূমিতে পড়ে থাকা আমার শুকনো পাতার শরীর ভিজিয়ে নিবো।    

দিতে পারি এক সত্তে
গীষ্মের পড়ন্তো বিকেলে; ঝরনার ন্যায় বৃষ্টি নামাতে হবে ।

মালতি_
আমি সকল মোহ জলাঞ্জলি দিয়েছি
তোমার প্রেমের পরশ পাওয়া জন্য ।
তা না হই তোমার জন্য ;        
সৃষ্টিকর্তা কাছে মিনতি করবো।
দিবে তো এক মুঠো প্রেম?

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments