আমি তোমাকে চাই
প্রতিটা কারণে-অকারণে।
আমি চাই
নিঃশ্বাসের মিশে থাকা ভালোবাসার ঝঞ্ঝা বায়ু
তোমার বুকের উপর ফেরতে ।
আমি চাই
প্রতিটা প্রভাত ঘুম ভেঙ্গে জেগে উঠুক
তোমার শরীরের আনন্দের আর্তনাদের চিৎকারে।
আমি চাই
এমনি করে সারাটা জীবন আগলে রাখতে।
আমি তোমাকে চাই
প্রতিটা কারণে-অকারণে।
আমি চাই
নিঃশ্বাসের মিশে থাকা ভালোবাসার ঝঞ্ঝা বায়ু
তোমার বুকের উপর ফেরতে ।
আমি চাই
প্রতিটা প্রভাত ঘুম ভেঙ্গে জেগে উঠুক
তোমার শরীরের আনন্দের আর্তনাদের চিৎকারে।
আমি চাই
এমনি করে সারাটা জীবন আগলে রাখতে।