বাংলা কবিতা, আমার প্রেমে পড়া কবিতা, কবি মোস্তাফিজ - কবিতা অঞ্চল
Review This Poem

গত বৈশাখ ,
তোমাকে আমি দেখেছিলাম রমনার কোণে
দাঁড়িয়ে ছিলে তুমি আনমনে ।
পরনে, লাল পাড়ি সাদা শাড়ি
খোপা ভর্তি ফুল
হাত ভরা রেশমি কাঁচের চুঁড়ি
কপালে লাল টিপ,

সেই প্রথম দেখা
আমার প্রেমে পড়া ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments