গত কয়কটি মাস তোমায় দেখিনা !
মনে হয় যেন, কয়েক যুগ হারিয়ে গেছো জীবন থেকে।
যে কবিতা পাতা ভরে উঠতো তোমার রূপের তাজাল্লিতে।
সে কবিতার পাতা গুলো সব পড়ে আছে ____
মরা পাতার মত করে নিষ্প্রাণ হয়ে।
যে কলম গুলি তুমি কিনে দিয়েছিলে __
সে গুলি কলম দানির মধ্যে বন্ধি হয়ে আছে।
তার মধ্যে কয়কটা তো ক্রোন্দন আর না করতে পেরে, আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
আমার অবস্থা তাদের চেয়ে খারাপ।
তোমাকে আমি কত দিন ছুঁয়ে দেখিনি__
তোমার স্পর্শ আমার শরীর পাইনি;
শরীরের প্রতিটি কোষ তার সজীবতা হারাচ্ছে দিন দিন।
আর কিছুদিন এভাবে, তোমার স্পর্শ থেকে দূরে থাকলে__
আমি নিঃশেষ হয়ে যাবো।