বাংলা কবিতা, ভোরের পাখি কবিতা, কবি মোস্তাফিজ - কবিতা অঞ্চল
Review This Poem

হে মালতি,
আমার রজনী ভোর হয়
তোমার আলতো ছোঁয়ায়।
স্পর্শে নয়, মর্মে এসে ঘুম ভাঙাও আমায় ।
তুমি ভোরের কোকিল হয়ে
সুরের মূর্ছনায় বাঁধ এ মন।
এ বাঁধন যে বড় শক্ত বাঁধন
কোন কিছুতেই হয়না ভঙ্গণ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments