সিঁড়ির উপরে সিঁড়ি, ঘরে সিঁড়ি, ওপারেও সিঁড়ি
সিঁড়ি একটি খুজছি উপরে ওঠার
আকাশে ওঠার, অইপারে যাওয়ার,
সিঁড়ি বেয়ে বেয়ে অনেকটা পথ- এইতো জীবন।
একটু এগোও, আরেকটু, দীর্ঘ কিউ
সেই কবে থেকে একটি যায়গায় দাড়িয়ে
এগোও, নতুবা পথ ছাড়ো
নতুনের জয়গান শোনো।
পৃথিবীতে চিরস্থায়ী বলে কিছু নেই
কেন কালক্ষয়? কে কাকে মনে রাখবে?
আমাদের যশ-খ্যাতি মুছে যাবে, কেউ জানবে না
অপকীর্তি বহুকাল রয়ে যাবে, কেউ ভুলবে না।
এসো মিলে মিশে সিঁড়ি ওঠানামা করি
এই বিপুলা পৃথিবীর যুদ্ধ-জঞ্জাল সাফ করি।
সিঁড়ির নীচের ছাদে কামিনীর পাতা
বেলির সুগন্ধি মাখা, কাশফুল ওড়ে
ইচ্ছাটুকু স্বপ্ন হয়ে সারাক্ষন ঘোরে
ঘুরোনো সিঁড়ির ক্লান্তি-ভ্রান্তি অনুক্ষন
জীবন মধুর বড়, দূর-বহুদূর
মৃত্যুর ওপারে- আরো দূরে, পিছুটান নেই কোন।