কবিতা: রক্তাক্ত পাঞ্জাবি
কবি: মোশাররফ শরিফ
কাব্যগ্রন্থ: সূর্যোদয়ে সূর্যস্নান
আজো বাইগার জল করে ছল ছল,
হিজলের ডালে ডালে গান গায় ঘুঘু
কিশোরের হৈহুল্লোর, তালাবের জলে পদ্মফুল
গোধুলি আঁধারে জোনাকিরা জ্বালে আলো।
বাইগার পাড়ে হাওয়ায় ওড়ে পিতার পাঞ্জাবি
মাঝি গান গায়- জনগনের নাও মুজিব বাইয়া যাও।
শত বর্ষ আগে এক চৈত্রের সন্ধ্যায়
বাঙালীর মুক্তিনামা,লাল-সবুজ পতাকা হাতে
দেবদূত এক চাঁদের আলোয় টুংগীপাড়ার ঘরে
শৈশবে খোকা- রাজপথে মুজিব ভাই-
বাংগালীর বঙ্গবন্ধু-জাতির জনক।
অতঃপর পনর আগস্ট, ঊনিশশ পঁচাত্তর
একদল অস্ত্রধারী ভ্রষ্ট রাজনীতির শিকার
মধ্যরাতে আততায়ী হয়ে ঢুকে পড়ে
বাংগালীর ঠিকানা- ধানমন্ডি বত্রিশ নম্বর।
ঘাতক বুলেটে হত নারী-শিশু-বৃদ্ধ,
রাসেল পেলনা হাসু বুবুর আদর,
সারি সারি শব-বঙ্গবন্ধুর আকুতিঃ
তোরা কি চাস? কোথায় নিয়া যাবি আমারে?
প্রত্যুত্তরে ঘাতকের আঠার বুলেট!
রক্তে রঞ্জিত পাঞ্জাবি,পাইপ,চশমা
পতাকার লাল সূর্য বুকে জাতির জনক
রক্তে জল ছল ছল করে ধানমন্ডি লেকে
বাইগার পাড়ে হাওয়ায় ওড়ে রক্তাক্ত পাঞ্জাবি।
কবিতাটি রাজনৈতিক হলেও কবিতাময়।