4/5 - (1 vote)

মানুষ মানুষী
মোশাররফ শরিফ

একটি মানুষ শুন্যে উঠে
হরহামেশা তাসের ঘরে,
চালের ফুটোয় ঝাঁপি টেনে,
মুঠো মুঠো আকাশ দেখে।
তীব্র শীতে, বৃষ্টি এলে
জীবন ঘানি-আত্মগ্লানি
ডাহুক ডাকে বারে বারে,
স্বপ্ন পোড়ে,ফানুস ওড়ে।

দুটি মানুষ চার দেয়ালে,
অংক কষে সারাবেলা,
ঘুমের ঘোরে, পথে পথে
জরা-মরা খবর খোঁজে।
ঘুমপাড়ানি, ঘুম কেড়ে নেয়
চাঁদের আলোয় গাত্রদাহ,
জোনাক জ্বলে,জানলা ছুঁয়ে
কাঁচের ক্ষত, জীবনভর।

একটি মানুষ-দুটি মানুষ,
জন্মথেকে জীবন সিঁড়ি,
আলো-আঁধার,কান্না-হাসি
পিছলে পড়ে, ছুটো ছুটি।
জীবন জুড়ে ভুল-ভ্রান্তি,
সুখ-শান্তি, ক্লান্তি লাগে।

মানুষ-মানুষী প্রেমের চাষা,
দুঃখের লাঙলে সুখের আশা।
বেদনার জল,কামনার মল
সুখ-সন্তাপ,মনুষ্য অমল।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments