দুইশ বছর বিশ্ব জুড়ে মাঠে মাঠে ফুটবল
পায়ে পায়ে থাকে শুধু, হাতের ছোঁয়ায় ‘হ্যান্ডবল।’
রেফারি বাজায় বাঁশী, বক্সে হলে পেনাল্টি।
ইচ্ছা-অনিচ্ছার মারপ্যাঁচে প্রযুক্তির বাহাদুরি।
গোল কিপার গোল ঠেকায় মুষ্টিবদ্ধ হাতে
ম্যারাডোনা ম্যাজিক দেখায় ‘হ্যান্ড অফ গডে।’
গোল নিয়ে মাতামাতি, মাঠ জুড়ে উল্লাস
রেফারি চুপ থাকে ভিডিওতে ‘অফসাইড।’
আকাশী নিল তরঙ্গ গেলারিতে হৈ-হুল্লোর
সৌদিরা সব রোলস রয়েসে, মেসিরা হতাস।
দুষ্টু সব খেলোয়াড় ল্যাং মাড়ে বেশুমার,
সুযোগ বুঝে কিল ঘুষি, জার্সি ধরে মারে টান।
মেসির পায়ে মধু বেশি, হুল ফোটায় মৌমাছি
নেইমারের চোখে জল টনটনে গোড়ালি।
বিশ্ব জুড়ে উত্তাপ ফুটবল বিশ্বকাপ
ছেলে বুড়োর ঘুম কেড়ে নেয় মেসি-নেইমার,
বিশ্বমঞ্চে খেলবে কবে বাংলার জামাল-আশরাফ।