আমি যাব, তোমার ভেতরে
যেতে যেতে কত কথা হবে,
ফুলের ঘ্রাণ, ভুলের ভান
কত গান, মান-অভিমান।
আমি যাব, নদীর ওপারে
নদী জলে জীবনের গ্লানি,
পাপ-তাপ-শাপ শুদ্ধ হব,
তবে যাব, যেতে ইচ্ছে করে।
আমি যাব, মৃত্যুর ওপারে
ছোট ছোট ক্ষত, হতাহত
কায়া মায়া, ডাহুকের ডাক
ছেড়ে যাব, যেতে হয় যাব।
আমি যাব, দুখের কিনারে
সুখের সমরে, নোনাজল
সঙ্গসুখ, সাধু বহ্নিমুখ
সব ভুলে, দুখে দুখী হব।
আমি যাব, নারীর নোলকে,
যৌবনে মৌবনে ঘুরে ঘুরে
ডুবে যায় চন্দ্র-সুর্য-গ্রহ
আমি যাব,গোধূলি গন্তব্যে।