করোনা, তুই যাবিনা
মোশাররফ শরিফ
একি করোনা, তুই যাবিনা
দুটি বছর বিশ্বজুড়ে,
একতরফা খবরদারি,
সব মানুষ ঘরবন্দি।
ঘরে-বাইরে মুখোশ পড়ি,
স্যানিটাইজ-সাবান-পানি।
কোভিশিল্ড,সিনোফার্ম,
মডার্না তথা ফাইজার
নাকাল নার্স-ডাক্তার,
হাউসফুল হাসপাতাল।
এই করোনা, তুই পাষাণী
জীবন নিলি অর্ধকোটি
মায়ের বুক, পিতার চোখ
মৃত্যু শোক, শ্মশান ঘাট
পতি-পত্নি, যুব-বৃদ্ধা
হাঁপায় রোগী,কাঁপায় ধরা।
ফুসফুসের শ্বাস নালীতে
অভাব খুব অক্সিজেন,
ডেল্টা আর অমিক্রন
মৃত্যু-মিছিল, ক্রন্দন।
রেস্তোরা বা শপিং মল
খেলার মাঠ, পুঁজোর মঠ
নারী-পুরুষ অসামাজিক
মুখোশ পড়া, প্রেমবিহীন।
ভালোবাসার হৃদয়পুরে,
বাধবো মোরা বাসর ঘর,
করোনাযুদ্ধে তুমি আমি
বেহুলা আর লখিন্দর।