দেখা হলো বেশ, মেঘের আড়ালে তুমি,
রেলের সন্ধ্যাবাতি, তোমার চোখের কোল-
চিবুক, চড়ুইভাতির খুনসুটির খাতা, চারুলতা
কুহকী করোনা, স্বপ্নের সোনালী পংক্তিমালা।
সন্ধ্যার শঙ্খধ্বনি, রেলের হুইসেলে বিবর্ন বিকেল
বাহারি জামদানির জমিনে, রূপোলী মেখলা
টিটি গার্ডের হুরোহুরি- তোমার বিদায় উৎসব,
অস্তমান গোধুলিতে, বেপথু-একলা বালক।
শূন্যে শঙ্খচিল,ওড়ে উরুর উল্কি, সুতোকাটা ঘুড়ি
শেয়ালের হুক্কা হুয়া, ঝোপঝার-ঝিঝির গান।
এখনও জেগে আমি, জেগে নাকি ঘুমে তুমি
কিংবা স্বপ্নের শিয়রে-জীবনের আনাগোনা।
অই দেখো,আফ্রোদিতি নাচে সমুদ্র সৈকতে
দূরে, রেল লাইনের মিলনে হেসে ওঠে কিউপিড।
এখনো শিশুর সান্তনা মাতৃস্তনে, জেগে ওঠে পুরুষ-
বেড়ে ওঠে ভ্রূণ মাতৃজঠরে,স্বপ্নের সোনার বাংলা।