সন্ধান পেয়েছিলাম বাল্য-বয়সে
শিশির-শীতল সবুজের বিছানায়।
বিষাদ-ভিটা গুধোলির রঙে—
যেখানে,আলোকিত হয়।
তরূন হয়ে জানতে পারলাম—
আসলে,সেখানে আরও অনেকেই গেছে।
বুনোহাঁস—দিঘির জলে;
শেষরাতে সাঁতার কাঁটে।
সন্ধান পেয়েছিলাম বাল্য-বয়সে
শিশির-শীতল সবুজের বিছানায়।
বিষাদ-ভিটা গুধোলির রঙে—
যেখানে,আলোকিত হয়।
তরূন হয়ে জানতে পারলাম—
আসলে,সেখানে আরও অনেকেই গেছে।
বুনোহাঁস—দিঘির জলে;
শেষরাতে সাঁতার কাঁটে।