বাংলা কবিতা, এই শহরে আরও একটি যুদ্ধ কবিতা, কবি মনসূর কোয়েল - কবিতা অঞ্চল
3.7/5 - (3 votes)

এই শহরে আরও একটি যুদ্ধ

বিচারের দাবীতে মূখরিত শহর,

মিছিলের সারিতে রক্তাত্ত নবীণ।

ন্যায়ের ভাবনায় হতবুদ্ধ সে,

জেদের লালসায় যুদ্ধে যাবে।

আরও একটি যুদ্ধ দেখুক প্রত্যেক নগরী,

মুক্ত হোক আমাদের তরূন-তরূনী।

আরও একবার আঁধার নামুক পুরো শহরে,

গুলাগুলি করুক ভারী বর্ষণে।

আরও একটি সংগ্রাম হোক সর্বশহরে,

নিয়ে আসুক সফলতার বাণী।

আরও একবার আলো আসুক এই শহরে,

পুড়িয়ে দিয়ে যাক সব লাশের গন্ধ।

তারপরও কি বলবো,
দেখবো আরও একটি যুদ্ধ।
দেখবো আরও একটি যুদ্ধ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments