1/5 - (1 vote)

ধরো_
আরও একটি ধুলোবালি ভরা পৃথিবীতে
তুমি আমি নিশ্বাস নিচ্ছি জটিল সব হিসেব কষে।
কনক্রিটের দেয়াল জুড়ে সব হারানোর পোস্টার ছেপে
এ গলি ও গলি ঘুরে ফিরে দেখি-
ফুল নেই, সব রং মুছে গেছে বেদনার বিষে।

বুক পকেটে দুঃখ নিয়ে, কিংকর্তব্যবিমূঢ় হয়ে
একটা আমি চাতকের মতো চেয়েছি,
তোমার দু চোখে জলছবি হতে।
আমি জানি,
আমার জামায় পাঁশুটে ইস্পাতের তীব্র গন্ধ।
শরীর চিরে বেরুচ্ছে রেডিয়েশন,
তবে সে রেডিয়েশন তোমায় পারবে না ছুঁতে।
রেডিও এক্টিভ রক্ষা কবজ তোমার বাহুতে বাঁধা।
চাইলে সহজেই অক্সিজেন পাউচটা খুলে রেখে বলে দিতে পারো-
ভালোবাসি!
মাথার ভিতর এলো মেলো শব্দ সাজিয়ে
তোমার সামনে যাই,
চোখের প’রে চোখ পরলেই সব কিছু ভুলে ফিরে আসি।

বিকেল হয়, শিকলে বাঁধা পরে সব সুখ,
নিত্য আমাকে পেয়ে বসেছে তোমাকে পাওয়ার অসুখ।
আমি জানি- আমাকে কেন্দ্র করে তোমার কোনো অপেক্ষা নেই,
আমাকে উপেক্ষা ছাড়া তোমার কাছে দেওয়ার কিছু নেই।
আমার অপেক্ষার আয়ু বাড়াতে তোমার উপেক্ষা করেছে শপথ।
তাই দেখি-
দেখার চোখে সন্ধ্যা নামে- সংকটে পার করি পথ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments