পানি গরম হচ্ছে,বাষ্পগুলো যাচ্ছে যেন মহাকালে
কোকিলের কুহু কুহু ডাক ঘোর শরতে।
আহা! সাদা পায়রা,তুমি তবে যাচ্ছো?
নাকি শরীরের কোষে কোষেই মিশে যাচ্ছো?
সেই শ্বাসকষ্টের রাত,হাঁপানির বুকে গড়গড় ভাতের মাড়
জন্ম,
মৃত্যু,
হচ্ছে,
হয়ে যাচ্ছে।
তিনিই!দেখছেন,বলছেন,করছেন,কূন ফায়া কূন।
2021-10-21