বেদনার মিলন হয় প্রতিরাতে আমার সাথে,সংসার করি।অসভ্য,ইতর মার্কা একটা দেশ আমার।স্বপ্ন দেখাকে হারাম ঘোষণা দিয়েছে জাতীয় স্রষ্টা।আমার জন্য নাজায়েজ হয়ে উঠেছে কথা বলা।তাই কালশিটে স্বপ্ন টয়লেটের দরজায় এঁকে রাখি।লোকে দেখে,হাসে,আলোচনা চলে চায়ের স্টলে।যেখানে মদের আয়োজন চলে,সভাপতি হয়ে আসন গ্রহণ করি।মদতী হয়ে মুতে আসি চেতনার খুলিতে।সেখানে প্রেম থাকে,উদ্যম থাকে।লম্বা নখে ছিঁলে দিই নর্তকীর উদাম পিঠ।ভরপেট এক প্যারাডাইজ নিয়ে ঘুরি।বৈদ্যুতিক পিলার জড়িয়ে ধরি,যেন ঘরে ফেলে আসা অর্ধাঙ্গিনী।শহীদ মিনারের পিলারে চুমু খেয়ে নিই,বাংলা সিনেমার মতো কপাল ফাটিয়ে রক্ত লেপে লাল সালাম জানাই।স্মৃতিসৌধের ফাঁকফোকরে দেখি রতিক্রিয়া চলছে দুটি কুত্তার।শুনতে পাই,তাদের বাচ্চাকাচ্চাগুলো কাঁদছে সংসদ থেকে।
2021-10-12