১৯৫২এর ২১শে ফ্রেব্রুয়ারির রক্তে রঞ্জিত সেই দিন,
দিতে পারবো কি কখনো এ মহান আত্মত্যাগের ঋণ?
মাতৃভাষা কেড়ে নিতেই সেদিন জারি ছিল ১৪৪ধারা,
এ হীন সিদ্ধান্ত দিয়েছে সকল বাঙালির হৃদয়ে নাড়া।
রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে বিক্ষোভ করে বাঙালিরা,
প্রভাতফেরির মিছিল নিয়ে রাজপথে নামে মানুষেরা,
সেই দিন নির্বিচারে গুলি চালায় ওই পাক হায়েনারা।
বাঙালি ছিল সেদিন নিরস্ত্র তবু সাহস ছিল বুক ভরা,
এ সাহসী সংগ্রাম দিয়েছে বিশ্বের সবার হৃদয়ে নাড়া।
বুকের তাজা রক্ত দিয়ে মাতৃভাষার জন্য শহীদ যারা,
সকলের স্মরণে ফাল্গুনে ফুটে পলাশ আর কৃষ্ণচূড়া।
শহীদদের রক্তের বিনিময়ে মাতৃভাষা পেয়েছি আমি,
তাদের অর্জিত এই বর্ণমালা আমার কাছে বহু দামি।
2021-12-06