5/5 - (1 vote)

কে দিয়েছে এই দীক্ষা তোমায় নর কীটের দল?
কে তুমি মানুষ নাকি অধার্মিকের পা চাটার দল?
কে দিল মসজিদ,মন্দির,গীর্জা ভাঙ্গার ক্ষমতাবল?
সব ধর্মেই গড়ে তুলে স্বধর্মের মসজিদ,মন্দির,গীর্জা
তবে কেন ধর্মের নামে লুটতরাজ, নেই কেন লজ্জা?
ধার্মিক তুমি তাহলে কেন কর তবু পরধর্ম অবমাননা?
তবে কেন বুঝ না মানুষের বুকের রক্ত ঝরার যন্ত্রনা?
সব ধর্ম শিক্ষায় সবারে সৎকর্ম এবং উদার মানবতা,
তবে কেন কর ধর্মের নামে লুটতরাজ ও মানুষ হত্যা?
যার ধর্ম সেই পালন করিবে তবে সবে দিব নিরাপত্তা।
যদি ধার্মিক হও তবে কেন হবা অপরের আজ্ঞা দাস?
সৃষ্টিকর্তা সবার একই এবং সবার মাঝেই তার বাস।
তোমাকে বুঝতে হবে স্বীয় ধর্মের সব মানবতার বাণী,
মানুষ মানুষের ভেদাভেদ নেই, কেউ নয় রাজা-রাণী।
মানুষ হতে ধার্মিক হতে হয় কোন পাপের পূজারি নয়,
অধার্মিক অধর্ম চর্চা করে এটাই তার আসল পরিচয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments