তোমায় একটি বার দেখার জন্য
আমি কাটিয়েছি হাজার বছর,
হাজার মানুষের মাঝে শুধু দেখতে
চেয়েছি তোমার নয়নজোড়া,
তোমায় কোথায় খুঁজিনি?
মেট্রো, বাস, রিক্সায়, পার্কে বা মেলায়
এই শহরের কাছে শুধু তোমায় ই চেয়েছিলাম
আমি ক্লান্ত হয়েছি এই শহরের কাছে পাওয়া
অবহেলায়,
তবুও খুঁজে চলছি তোমায়, জানি কোনো দিনও
তুমি হবেনা আমার,
কিন্তু আমার যে তোমায় দেখার ভীষণ তৃষ্ণা,
চাতক পাখির যেমন অপেক্ষায় থাকে
বৃষ্টির জলের,
আমিও তেমনই অপেক্ষায় থাকবো তোমায়
একটিবার শুধু একটিবার দর্শনের।
2024-02-17