5/5 - (1 vote)

কেনো তোমায় আমি ছুঁতে পারিনা
তোমার হাত ধরে যেতে পারিনা
বহুদূর,
কেনো তোমায় দেখার অপেক্ষায়
থেকে যেতে হয় ,
কেনো তোমায় ভালোবাসি বলতে গিয়ে ও
বলা হয়না,
কেনো তোমার ওই দুই চোখ কে
ভয় পাই,
কেনো হয় তোমায়, না হয়
মৃত্যু কে বরণ করে নিতে মনে চায়.

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments