ফুটফুটে জোছনায়
জেগে শুনি বিছনায়
বনে কারা গান গায়,
ঝিমিঝিমি ঝুমঝুম—
‘চাও কেন পিটি-পিটি?
উঠে পড়াে লক্ষ্মীটি
চঁাদ চায় মিটিমিটি
বনভূমি নিঝঝুম !
ফাগুনে বনে বনে।
পরিরা যে ফুল বােনে,
চলে এসাে ভাই-বােনে,
চোখ কেন ঘুম-ঘুম?’
জানালায় মুখ দিয়ে।
দেখি, সাদা জোছনায়,
পাতাগুলাে হলাে কী এ!
রুপােলিতে রােজ নায়!
‘ওগাে শােনাে কান পেতে,
মােরা আছি গানে মেতে,
ছােটো ছােটো লণ্ঠন
গায়ে গায়ে ঠনঠন,
ঝকমকে পল্টন
আমােদের রােশনাই!
ঘাের ঘাের এই আলাে-
আবছায়া বাসি ভালাে,
ঘুরে উড়ে গান গাই
খুশদিল, হুঁশ নাই!
চুপি চুপি ভয়ে ভয়ে
জোছনায় আবছায়,
যেই গেনু হেঁট হয়ে
জুতাে মােজা দিয়ে পায়—
নিবে গেল রােশনাই,
পরিদের খোঁজ নাই,
কই গান? কই সুর?
শােনা যায় ফুরফুর
বাতাসের ঝুরঝুর
বাইরেটা ফ্যাকাশে!
ডানায় শিশির মাখি
এতখন শ্যামা পাখি।
করছিল ডাকাডাকি,
—ভাের হয় আকাশে
2021-06-28