তোমারে দ্যাখতাছি! কেমনে কেমনে চোখের সামনে বড় হয়া যাইতাছো! কেমনে কেমনে চুল ছাইড়া হাঁটতাছো! বিকাল’রে নাচাইতেছো, নাগরের হাত ধইরা ঘুরতাছো! চুমা খাইতাছো! আইসক্রিম, বাদাম টিপতাছো!
কেমনে কেমনে শিখা যাইতেছো পার্কের টিকিট কাটা, সিনেমাহলের সিট খোঁজা, লঞ্চের ছাদে বৃষ্টি দেখা, হাওয়াই জলে ভাইসা বেড়ানো…..
তোমারে দ্যাখতাছি! কেমনে কেমনে চোখের সামনে বড় হয়া যাইতাছো!
কেমনে কেমনে শেমিজ স্যালোয়ার ছাইড়া শাড়ি প্যাডিকোট পরতাছো!
স্কুল কামাই দিয়া কলেজে উঠতাছো! ভার্সিটির গেটে দাড়োয়ান’রে শাশাইতেছো! পোলাপাইনডিরে কেমনে নাকে নাচাইতেছো! কেমনে কেমনে শিখা যাইতেছো রুম ডেট, ডাক্তারের দোকানে প্রেসক্রিপশন নিয়া ঘুরা….
তোমারে দ্যাখতাছি! কেমনে কেমনে চোখের সামনে বড় হয়া যাইতাছো!
কেমনে কেমনে শিখা যাইতেছো অভিনয়, ইগনোর, পাশ কাটানো, দেইখাও না দেখার ভান করা, আরো কত্ত কী!….
তোমারে দ্যাখতাছি! দ্যাখতাছি! দ্যাখতাছি!
শুধু’ই দ্যাখতাছি!
কেমনে কেমনে আমারে শিশু বানাইয়া পায়ের নিচ দিয়া বড় হয়া, সবকিছু শিখা যাইতেছো!..