2/5 - (1 vote)

গ্রামে আমার শরৎ এলো শাদা কাশের ফুলে
নদীর তীরে দমকা হাওয়ায় উঠলো সারি দুলে,
দুলে দুলে ছড়ায় শরৎ শাদা মেঘের তালে
সাজে আকাশ শুভ্র মেঘে এই শরতের কালে।

শরৎ কালে নদীর বাঁকে ডাহুক বাসা বুনে
পাড়া-গাঁয়ে সন্ধ্যা নামে ডাক ডাহুকের শুনে,
কাশের ফুলে নদীর কূলে শরৎ মিশে থাকা
ফুলে ফুলে গ্রামটা আমার ছবির মতো আঁকা।

শিউলি ফুলে শরৎ এলে দিনটা স্মৃতির ভাসে
স্মৃতির কথা পাতায় পাতায় শিউলি ফুলে হাসে,
ফুলের হাসি ভালোবাসি শরৎ সুখের দিনে
শৈশবটা হারিয়ে গেলো এমন হাজার ঋণে।

ঋণ ভোলাতে এমন শরৎ আসতো যদি ফিরে
আবার না হয় খেই হারাতাম শরৎ তোমায় ঘিরে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments