3.5/5 - (2 votes)

ভালোবাসলে মানুষ কাছে থাকে
যে থাকে সে কতটুকু সীমানা দখল করে থাকে?
ভেতর-বাহিরের পুরোটাই দখল
নাকি শুধু বাহিরে বাহিরে থাকা!
অন্তরে থাকলে কতটুকু থাকে?

ভালোবাসলে নৌকার মতো জলে ভাসতে হয়
পাল ছাড়া, স্রোতের প্রতিকূলে
তারপর; এই প্রতিকূলে ভাঙা নাও নিয়ে–
ঝড়-ঝঞ্ঝা পেরিয়ে যেতে হয়।

তবুও ভালোবাসে মানুষ!
পরাণের ধুকপুকানি নিয়ে উজানের ঢেউ পাড়ি দেয়
পাড়ি দেয় জীবনের সবটুকু পথ,
মানুষ, আলগোছে শব্দ শুনতে পায়
আরো কাছে আসার, হৃদয়ের কাছাকাছি থাকার।

যে আছে, সে ভালোবেসেই আছে
এই থাকাটা জীবনকে ভালোবেসে,
উপেক্ষা-অবহেলা করেও মানুষ মানুষকে অকারণে নানান উপায়ে ভালোবাসে, আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকে
মূলত দুনিয়ার টিকে থাকা কারো না কারোর প্রেমে।

ভালোবাসা ছাড়া যে থাকে, বস্তুত সে থাকে কতটুকু?
এইসব গোলকধাঁধার জীবন;
বুঝে উঠার আগেই জীবন ফুরায়
মানুষ ভালোবাসার দাবি করে, দাবি টিকে উঠার আগেই জীবন থেকে উধাও হয় মানুষ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments