ঢেউ তোলা এক নদী ছিল শান্ত এখন খুব
নালার মতো দেখতে হলো দেয় না তো কেউ ডুব
নদীর তীরে গড়লো শহর আসলো বহর ধীর
ঢাল-তলোয়ার বাহারি সব মোগল-শাহী বীর।
নদীর সাথে ইতিহাসের গল্প একাকার
টাকার প্রভাব ঢাকায় এখন নদীর হাহাকার
ক্ষমতা আর প্রভাব করে দখল নদীর বুক
স্রোত হারিয়ে বাড়ছে কেবল বুড়িগঙ্গার দুখ।
যায় না দেখা বুড়িগঙ্গায় আগের চেনা রূপ
লাগে না আর নদীর মতো যেন মৃত্যুকূপ
ঢাকা চেনার নদী এখন কালো হলো জল
ভরাট হয়ে থেমে গেলো নদীর কলকল।
নতুন করে ভাবতে হবে তুলতে হবে রব
বাঁচবে নদী বন্ধ হলে বাণিজ্য উৎসব।