যে পররে থুইয়া তোমার কাছে আইসা পড়ছে;
তারে তুমি ভালোবাইসো—
হৃদয়, দেহ ও মন দিয়া ভালোবাইসো।
কয়জনই আসে?
যে আসে তারে আপন কইরা লও;
ভালোবাসবো কইয়া তো কতোজনই
চইলা গেলো, তার হিশাব রাখছে কেউ?
প্রেম জিনিশটা জটিল ও আপেক্ষিক
তারে হাজির হওনের সময়ে ধইরা রাখন লাগে।
জীবনে কতো মানুষরে ভালোবাসিলাম
সবাই তো পর কইরা থুইয়া গেলো
আমার এমন হইলো দশা, যারে ভালোবাসি, মন দেই;
হেই থুইয়া ভাগে, অনুরাগে তো যাওনের কথা না
একবার জিগাইছিলাম; আইচ্ছা, ভাগো ক্যান?
এই জবাব অহনো দেয় নাই!
ভালোবাইসা যে তারে আবার ফিরায়া আনবো
হেই দিল-দরজাটা আর খোলা থাকে না,
আপনা থেইকা বন্ধ হইয়া আসে!
যে যায়, একেবারে একা ও পর কইরা চইলা যায়।