সমস্ত রাত নরম কুয়াশায় ভিজিয়ে দাও
আমার সচ্ছ চোখ—
বুঝে নাও চোখের ভাষা ও ইশারা
ঠান্ডা বাতাসে তুমি হও স্নিগ্ধ সকাল
যার মুখোমুখি রাখতে পারি এই চোখ।
2022-10-05
সমস্ত রাত নরম কুয়াশায় ভিজিয়ে দাও
আমার সচ্ছ চোখ—
বুঝে নাও চোখের ভাষা ও ইশারা
ঠান্ডা বাতাসে তুমি হও স্নিগ্ধ সকাল
যার মুখোমুখি রাখতে পারি এই চোখ।