গ্রাম দেখি এই কলমিলতা
নানান রঙের ফুল,
গ্রাম দেখি এই বয়ে যাওয়া
ফেনী নদীর কূল।
গ্রাম দেখি এই বাবুই পাখি
মাতিয়ে রাখে বন,
গ্রাম দেখি এই নানান পাখির
নিবিড় আলিঙ্গন।
গ্রাম দেখি এই বাংলা পুকুর
সচ্ছ কেমন জল,
গ্রাম দেখি এই ভালুকিয়ার
দীঘি টলোমল।
গ্রাম দেখি এই ছবির মতো
গ্রামে ভালো মন,
গ্রাম দেখি এই মন ভোলানো
সবুজ বনায়ন।
গ্রাম দেখি এই বকুল ছায়া
কেয়া-কদম ফুল,
গ্রাম দেখি এই মায়ের মতো
গ্রামে আমার মূল।