উঁচুনিচু পাহাড় বেয়ে আর কিছু পথ পর–
জমির পরেই দেখবে পাহাড়, ছোট্ট কয়েক ঘর
ঘরগুলো ঠিক দূর পাহাড়ে আগর গাছের ছায়
নিবিড় মায়া, সবুজ ছায়া শ্যামলীমা গাঁয়।
শ্যামল গাঁয়ে নানান রঙের নাম না জানা ফুল
ফুলে ফুলে মৌমাছিরা বাধায় হুলস্থুল,
মৌমাছিরা বাসা বুনে পাহাড় ঘেঁষেই ঠিক
বুনো ফুলের গন্ধ ছড়ায় আহা চতুর্দিক।
পাহাড় ঘেঁষে রয় দাঁড়িয়ে জাম-জারুলের বন
পাখির ডাকে মুখর থাকে গ্রামটা সারাক্ষণ,
চারদিকে সব বন-বনানী বুনো পাখির ডাক
বকশোখিলে গেলেই শুনি বন মোরগের হাঁক।
পাহাড় জমি মিলেমিশে চোখজুড়ানো মাঠ
গ্রামটা আমার ফুল পাখিদের বিচিত্র এক হাঁট,
পাহাড়, জমি, পুকুর, নদী সবুজ বনায়ন
এমন গ্রামে বেঁচে থাকা নিবিড় আলিঙ্গন।