কবিতার সাথে প্রেম হয় বলে-
কবিও মুগ্ধ হয়ে পড়েন তার মায়ায়।
শব্দ যাদুতে গড়েন প্রেমের সখ্যতা,বলেন প্রাণের কথা,
প্রণয়ের কথা,আঁকেন কবিতায় জীবনের খেরোখাতা।
“কবিতা এমন” বলেই-
কবিতার সাথে প্রেম করা যায় তা বাংলা সাহিত্যে আল মাহমুদ দেখিয়েছেন সোনালি কাবিনে,শব্দশিল্পের বুননে কিংবা কথার কাননে।
প্রেম ও দ্রোহের কবিতায়-
কবি গেয়েছেন প্রেমের জয়গান,
ধরেছেন প্রেমের সুর-সত্যের শিখা অনির্বাণ।
গল্প-উপন্যাস আর ছন্দের কারসাজিতে জীবন এঁকেছেন কবিতার রঙে,কবিতার মুগ্ধতায়-
তাই কবিতার ভরা যৌবনে এপার ও ওপার বাঙলায় কবিতার প্রেমিক নাম আল মাহমুদ।